Our Products

HBBMA BLOCKS

Details :

বিল্ডিং-এ HBBMA ব্লক ব্যবহারের সুবিধাসমূহঃ ........... পরিবেশ-সংক্রান্ত সুবিধাঃ ১) পরিবেশবান্ধব এবং ভূমিকম্প সহনশীল। ২) কাঁচা মাটির তৈরি নয় বলে প্রতি বছর ফসলি জমির উর্বর মাটিকে রক্ষা করে খাদ্য উৎপাদনে পরোক্ষভাবে সহায়তা করে। ৩) ইট তৈরির মতো কাঠ, কয়লা বা গ্যাস পোড়ানোর প্রয়োজন হয় না। ফলে এত বনজসম্পদ ও শক্তির সাশ্রয় হয়। ৪) সারা বছর ধরেই এই ব্লক তৈরি করা যায়। ৫) আমাদের পার্শ্ববর্তী দেশসহ প্রায় সব উন্নত দেশেই নির্মাণ সামগ্রী হিসাবে কনক্রীট হলো ব্লক ব্যবহার করা হয়। ............. ব্যবহারিক সুবিধাঃ ১) শব্দ, অগ্নি ও তাপ নিরোধক। ২) ইলেকট্রিক্যাল/সেনিটারী পাইপ বসানোর জন্য দেয়াল কাটা লাগে না। ৩) ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না। ৪) এই ব্লক গাঁথুনীর কাজে ব্যবহারের আগে ইটের মতো পানিতে ভেজাতে হয় না। ৫) কনক্রীটের ব্লকে নোনা ধরে না, ঘামে না, ড্যাম্প হয় না, ফাঁঙ্গাস পড়ে না বলে এটি দীর্ঘস্থায়ী। ৬) কনক্রীটের ব্লকে ইটের তুলনায় কম পুরুত্বের প্লাস্টারিং ব্যবহার করা হয়। ............. আর্থিক সুবিধাঃ ১) আপনার বাড়ির ওজন ও নির্মাণ খরচ দুই-ই কমাবে। ২) প্লাস্টার থিকনেস কম লাগে বলে এখানে মর্টারের সাশ্রয় হয়। ৩) আকারে বড় ও একই রকম আকৃতির কারণে এই ব্লক দিয়ে তাড়াতাড়ি দেয়াল তৈরি করা যায়। ৪) এতে মর্টার, লেবার খরচ এবং সময় কম লাগে। ৫) ব্লকের তৈরি পার্টিশন দেয়ালে প্লাস্টার না করলেও কোনো অসুবিধা নেই। সরাসরি পেইন্ট করা যায়।